35 C
Bangladesh
Wednesday, April 24, 2024
spot_imgspot_img
Homeজাতীয় শোক দিবসমেয়র—এর উদ্যোগে প্রথমবার পীরগঞ্জের সকল গীর্জায় শোক দিবস পালিত

মেয়র—এর উদ্যোগে প্রথমবার পীরগঞ্জের সকল গীর্জায় শোক দিবস পালিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জ উপজেলার খ্রীষ্টান ধর্মানুসারীদের প্রার্থনালয় সকল গীর্জায় জাতীয় শোক দিবস পালিত হযেছে। ১৫ আগস্ট প্রথমবারের মতো একসাথে খালিশা মিশন ক্যাথোলিক চার্চ, অনন্তরামপুর এসডিএ চার্চ, পাঁচগাছী ক্যাথোলিক চার্চ, আমোদপুর ক্যাথোলিক চার্চ, ছাতুয়া ব্যাপ্টিষ্ট চার্চ, বিরামপুর ব্যাপ্টিষ্ট চার্চসহ উপজেলার ৩২টি গীর্জায় জাতীয শোক দিবস পালন করা হয়। পীরগঞ্জ পৌরসভার মেয়র প্রধানমন্ত্রীর ভাতিজা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীমের সহযোগিতায় সকল গীর্জায় এক সাথে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি গ্রহন করা হয়েছিল। এ প্রসঙ্গে বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি লিটন মার্ক লাকড়া ও সাধারণ সম্পাদক জুয়েল তিরকি জানান, ইতিপুর্বে বিছিন্ন ভাবে কয়েকটি গীজার্য় শোক দিবস পালিত হলেও প্রথমবার সকল গীর্জায় বিশেষ প্রার্থনা ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। এতে পীরগঞ্জ পৌরসভার মেয়র সাহেব সার্বিক সহযোগিতা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments