26.9 C
Bangladesh
Thursday, May 1, 2025
spot_imgspot_img
Homeরাবিরাকসু'র সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন ও নির্বাচন কমিশন গঠন

রাকসু’র সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন ও নির্বাচন কমিশন গঠন

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) গঠনতন্ত্রের অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সঙ্গে রাকসু ও বিশ্ববিদ্যালয় সিনেটে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল (১৫ এপ্রিল) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৩৮তম সভায় ফাইন্যান্স বিভাগের অধ্যাপক মো. আমজাদ হোসেনকে নির্বাচন কমিশনের প্রধান করে এই কমিটি গঠন করা হয়।

এছাড়াও কমিশনের অন্যান্য সদস্যরা হলেন—সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. নিজাম উদ্দীন, ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক অধ্যাপক এফ নজরুল ইসলাম, মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহা. এনামুল হক, আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আব্দুল হান্নান, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. আমিনুল হক এবং নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ।

হাফিজুর রহমান
রাজশাহী বিশ্ববিদ্যালয়

Most Popular

Recent Comments