24.9 C
Bangladesh
Saturday, December 7, 2024
spot_imgspot_img
Homeরক্ত দানSBDS এর কাঁঠালিয়া উপজেলা শাখার সভাপতি মেজবা তালুকদার অপু ফ্রী রক্তদান

SBDS এর কাঁঠালিয়া উপজেলা শাখার সভাপতি মেজবা তালুকদার অপু ফ্রী রক্তদান

মোঃ ফেরদৌস মোল্লা পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুরে মানবতার ডাকে সারা দিয়ে এক জাগ তরুন প্রজন্মের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে সেইফ ব্লাড ডোনেট সোসাইটি নামক সংগঠনটি।আসুন রক্ত দেই জীবন বাঁচাই! আপনার রক্তদানে বাঁচতে পারে একটি প্রাণ! জরুরী মূহুর্তে রক্তের প্রয়োজনে আমরা আছি আপনার পাসে! এই স্লোগানকে সামনে রেখে খুব অল্প সময়ের মধ্যে সংগঠনটির খুব সুনাম সুক্ষ্যাতি ছড়িয়ে পরছে নানা দিকে।রোগীরা এই সংগঠনের মাধ্যমে প্রয়োজনের মূহুর্তে রক্ত পাচ্ছে। আজ সেইফ ব্লাড ডোনেট সোসাইটি সংগঠনের কাঁঠালিয়া উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মেজবা তালুকদার অপু চার তম বার নিজের মূল্যবান O+ রক্ত দান করলেন এক রক্তশূন্যতা মাকে। তখন তার সাথে উপস্থিত ছিলেন সেইফ ব্লাড ডোনেট সোসাইটি সংগঠনের পরিচালক সানোয়ার হোসেন ঢাকা গ্রুপের সদস্য রনি সহ আরো সদস্যরা।
তখন সেই রোগীর পরিবারের পক্ষ থেকে বলেন আল্লাহ এই সংগঠনকে আরো অনেক দূর এগিয়ে যাক এবং সকল মানুষের উপকারে আসুন এবং সংগঠনের সবাইকে ধন্যবাদ গ্যাপন করেছেন।

Most Popular

Recent Comments