28 C
Bangladesh
Monday, September 25, 2023
spot_imgspot_img
HomeUncategorizedএস, মন্ডল, ফুলবাড়ী(দিনাজপুর)থেকে;দিনাজপুরের ফুলবাড়ীতে চলমান গঠনতন্ত্র বর্হিভুত ‘‘ফুলবাড়ী প্রেসকাবের’’ নির্বাচন বন্ধের আবেদন...

এস, মন্ডল, ফুলবাড়ী(দিনাজপুর)থেকে;দিনাজপুরের ফুলবাড়ীতে চলমান গঠনতন্ত্র বর্হিভুত ‘‘ফুলবাড়ী প্রেসকাবের’’ নির্বাচন বন্ধের আবেদন করেছেন ফুলবাড়ী প্রেসকাবের একাংশ।

গতকাল দুপুর দুইটায় ফুলবাড়ী প্রেসকাবের নির্বাচন অফিসার ও ফুলবাড়ী মাধ্যমিক একাডেমী সুপারভাইজার মোঃ শফিকুল ইসলাম বরাবর ফুলবাড়ী প্রেসকাবের সিনিয়র সহ সভাপতি মোঃ হারুন-উর-রশীদ,সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টুসহ ১১জন এই আবেদন করেন।আবেদন সুত্রে জানা যায়, ফুলবাড়ী প্রেসকাবের নিয়মিত সদস্য ও সদস্যাগন এই মর্মে আবেদন করেন যে,আগামী ২০ জানুয়ারী ফুলবাড়ী প্রেসকাবের ১১ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফুলবাড়ী প্রেসকাবের গঠনতন্ত্র অনুযায়ী ১১টি পদে নির্বাচন আয়োজন গঠনতন্ত্র পরিপন্থি। গঠনতন্ত্রের অনুচ্ছেদ-৭ ধারা-২ মোতাবেক ১৭ অথবা ১৯টি পদে কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর বাহিরে নয় । অনুচ্ছেদ- ৬,ধারা-২ মোতাবেক তফসিল ঘোষনার পর কোন নতুন সদস্য নেওয়া যাবেনা ।দেখা যায়,গঠনতন্ত্রকে বৃদ্ধাংগুল দেখিয়ে কিছু নতুন সদস্যের নাম ভোটার তালিকায় সংযুক্ত করা হয়েছে। এবং নির্বাচনে যাতে কোন ভাবেই না হারে একপক্ষ সেকারনে চলমান বিরোধি কিছু সদস্যগনকে বিভিনন কারন দেখিয়ে বহিস্কার করা করেছে। এতে প্রেসকাবের ভাবমূর্তি নষ্ট হয়েছে।আবেদনকারীগন ফুলবাড়ী প্রেসকাবের গঠনতন্ত্র বহির্ভুত অবৈধ্য নির্বাচন বন্ধ করে, ফুলবাড়ীর সকল সংবাদিকগনকে একত্রিত করে(যারা আসতে চায়) পূণঃ তফসিল ঘোষনা ও নির্বাচনের ব্যবস্থা গ্রহনের আবেদন জানান।আবেদন শেষে অনুলিপি আকারে মাননীয় সংসদ সদস্য.দিনাজপুর-৫ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ মোস্তফিজুর রহমান (এমপি), উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন, ,ফুলবাড়ী, ফুলবাড়ী পৌরসভা আলহাজ¦ মোঃ মাহমু আলম লিটন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম, ,ফুলবাড়ী,দিনাজপুর।ও জেলা পরিষদ সদস্য,মাঃ শফিকুল ইসলাম বাবু ফুলবাড়ী,দিনাজপুর বরাবর প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments