মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি//
নওগাঁর পোরশায় মাহমুদা খাতুন (১৮) নামের এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছেন। মাহমুদা খাতুন উপজেলার ছাওড় ইউপির জাফরপুর গ্রামের নুরুল হকের মেয়ে।
জানা গেছে, মাহমুদা খাতুন স্থানীয় একটি মহিলা মাদ্রাসায় লেখাপড়া করতেন। ঈদের ছুটিতে তিনি নিজ বাড়িতেই ছিলেন। ঈদের দিন সন্ধার পর নিজ শয়ন কক্ষে সকলের অজান্তে তিনি গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে বিষয়টি পরিবারের লোকজন দেখতে পেয়ে থানায় খবর দেয়। থানা পুলিশ লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ জহুরুল হক জানান, আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের শেষে দাফন সম্পূর্ণ হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। প্রাথমিক অবস্থায় তার মৃত্যুর কারন প্রেম ঘটিত ব্যাপারে হতে পারে বলে তিনি জানান
I agree with your point of view, your article has given me a lot of help and benefited me a lot. Thanks. Hope you continue to write such excellent articles.