33 C
Bangladesh
Tuesday, May 14, 2024
spot_imgspot_img
Homeকরোনা ভাইরাসকরোনায় আক্রান্ত ঢাকা কলেজ এর ২১ শিক্ষক।

করোনায় আক্রান্ত ঢাকা কলেজ এর ২১ শিক্ষক।


মোঃ বনি আমিন ঢাকা কলেজ প্রতিনিধিঃ ঢাকা কলেজের ২১ শিক্ষক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে অনেকেই পরিবারসহ আক্রান্ত। আক্রান্ত শিক্ষকদের মধ্যে ১৯ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাকি দুই শিক্ষক এখনও চিকিৎসাধীন।

সোমবার (১৩ জুলাই) ঢাকা কলেজের অধ্যক্ষ নেহাল আহমেদ বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। তিনি বলেন, আমাদের শিক্ষকদের মধ্যে পরিবারসহ ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে সুখবর হলো, আক্রান্তদের মধ্যে ১৯ জনই সুস্থ হয়েছেন। বাকি দুজন এখনও চিকিৎসাধীন।

এত বেশিসংখ্যক শিক্ষক করোনায় আক্রান্ত হওয়ায় অনলাইন ক্লাসে সমস্যা হচ্ছে কি-না? এমন প্রশ্নের জবাবে অধ্যক্ষ বলেন, ‘আমাদের উচ্চমাধ্যমিকের অনলাইন ক্লাস কলেজের স্টুডিওতে ধারণ করা হচ্ছে। এসব শিক্ষক ক্যাম্পাসে বা এর আশপাশে থাকেন। যারা স্টুডিওতে এসে অনলাইন ক্লাস নিচ্ছেন তাদের কেউ আক্রান্ত হননি। ক্লাস যথারীতি চলছে। এছাড়া অনার্স ও মাস্টার্সের ক্লাস শিক্ষকরা ঘরে বসেই অনলাইনে নিচ্ছেন। এক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না।’

আক্রান্ত শিক্ষকদের সঙ্গে কলেজ প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত যোগাযোগ হচ্ছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments