28 C
Bangladesh
Saturday, April 27, 2024
spot_imgspot_img
Homeখেলার মাঠক্রিকেটক্রিকেটারদের পাওনা আদায়ে কোয়াবের উদ্যোগ।

ক্রিকেটারদের পাওনা আদায়ে কোয়াবের উদ্যোগ।

মাহিদ হাসান, স্টাফ রিপোর্টারঃ করোনা ভারাইরাস পরিস্থিতিতে ঢাকা প্রিমিয়ার লিগের ভবিষ্যৎ অনিশ্চিত। দেশের ক্রিকেটারদের একটা বড় অংশের রুটি-রুজিও তাই অনিশ্চয়তায়। এমনকি চুক্তির শর্ত অনুযায়ী প্রাপ্য অর্থও এখনও পাননি ক্রিকেটারদের অনেকে। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) তাই বিসিবিকে অনুরোধ করেছে, ক্লাবগুলির সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার।

কোয়াবের অনলাইন সভায় মঙ্গলবার রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ পরিস্থিতি বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে জানানো হয়েছে কোয়াবের বিবৃতিতে।

গত ১৫ ও ১৬ মার্চ এক রাউন্ড খেলা হয়েই এবারের প্রিমিয়ার লিগ স্থগিত হয়ে গেছে করোনাভাইরাসের প্রকোপে। চার মাস হতে চলেছে খেলা বন্ধ হওয়ার। নিয়ম অনুযায়ী, চুক্তি সময়ই পারিশ্রমিকের ৫০ ভাগ বুঝিয়ে দেওয়ার কথা ক্রিকেটারদের। কিন্তু বেশির ভাগ ক্রিকেটারই তা পাননি। কোয়াবের বিবৃতিতে বলা হয়েছে, প্রিমিয়ার লিগের চিরায়ত নিয়ম ও প্রথা অনুযায়ী ক্রিকেটারদের এই অর্থ পাওয়া নিশ্চিত করতে বিসিবির সংশ্লিষ্ট বিভাগকে অনুরোধ করা হয়েছে ক্লাবগুলির সঙ্গে আলোচনা করতে।

এছাড়াও খেলা শুরুর মতো পরিস্থিতি সৃষ্টি হলে যেন প্রিমিয়ার লিগ দিয়েই শুরু হয়, সেই দাবি জানানো হয়েছে আবারও।

অনলাইন সভায় উপস্থিত ছিলেন কোয়াবের সভাপতি ও বিসিবি পরিচালক নাঈমুর রহমান, কোয়াবের সহ-সভাপতি ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ, সাধারণ সম্পাদক দেবব্রত পাল, ক্রিকেটার তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, আব্দুর রাজ্জাক, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, তুষার ইমরান, জহুরুল ইসলাম, নাসির হোসেন, এনামুল হক জুনিয়র, শাহরিয়ার নাফীস, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ও মোহাম্মদ নাঈম শেখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments