35 C
Bangladesh
Wednesday, May 1, 2024
spot_imgspot_img
Homeপশু-পাখিচট্রগ্রাম ভাটিয়ারী থেকে প্রায় ১২ ফুট লম্বা অজগর উদ্ধার।

চট্রগ্রাম ভাটিয়ারী থেকে প্রায় ১২ ফুট লম্বা অজগর উদ্ধার।

বশির আহাম্মদ রুবেল চট্রগ্রাম

সীতাকুণ্ড থানার ভাটিয়ারী ইউনিয়ন মাদামবিবিহাট খাদেম পাড়া এলাকায় হতে রাত ১ টার সময় প্রায় ১২ ফুট লম্বা আজগর সাপ উদ্ধার করে চট্টগ্রাম উত্তর বন বিভাগ।স্থানীদের কাছে খবর পেয়ে চট্টগ্রাম উত্তর বন বিভাগ ফৌজদারহাট বিট কাম চেক ষ্টেশন কর্মকর্তা জনাব খসরুল আমিনের নেতৃত্বে একটি টিম অজগর সাপটি উদ্ধারে যায়। স্থানীয় জানাই অজগর সাপটি পুকুর পাড়ে জালের সাথে প্যাঁচানো অবস্থায় দেখতে পেয়ে তারা বন বিভাগকে বিষয়টি অবহিত করেন।বিট কর্মকর্তা খাইরুল আমিন বলেন,আমাদের সাপ উদ্ধারের যথাযথ ট্রেনিং না থাকলেও মোকলেছুর রহমান(এফজি) ও স্থানীয় যুবলীগ নেতা ইফতেখার আলমের সাহসী তৎপরতাই অজগরটি উদ্ধার করে বস্তাবন্ধি করে দিনে পাহাড়ের গভীর অরণ্যে অবমুক্ত করার উদ্দেশ্যে বন বিভাগের নিজ হেফাজতে রাখে।

আজ সকাল ১১ ঘটিকার সময় ভাটিয়ারী পাহাড়ের গভীর অরণ্যে চট্টগ্রাম উত্তর বন বিভাগের ডিএফও জনাব এস এম কায়ছারের নির্দেশে ফৌজদারহাট চেক কাম বিট ষ্টেশন,(কুমিরা রেঞ্জ) এর কর্মকর্তা জনাব মোহাম্মদ খসরুল আমিনের নেতৃত্বে অফিস স্টাফ ও স্থায়ী ব্যক্তিবর্গের উপস্থিতিতে ভাটিয়ারী পাহাড়ের গভীর অরণ্যে অজগর টি অবমুক্ত করার হয়।

এতে আরো উপস্থিত ছিলেন তপন বাবু (বিএম),স্থায়ী যুবলীগ নেতা মোঃ ইফতেখার আলম ,রাখাল বাবু,আকতার হোসেন,বেলাল খান রানা,আহম্মদ সহ প্রমুখ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments