38 C
Bangladesh
Thursday, May 2, 2024
spot_imgspot_img
HomeUncategorizedচুয়াডাঙ্গা,দর্শনা-মুজিবনগর সড়কের দু'ধারে অর্ধশতাধিক মরা গাছ : ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

চুয়াডাঙ্গা,দর্শনা-মুজিবনগর সড়কের দু’ধারে অর্ধশতাধিক মরা গাছ : ঝুঁকি নিয়ে চলছে যানবাহন


মোঃ-আলমগীর হোসেন চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি,,

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা- মুজিবনগর সড়কের দুই পাশে প্রায় অর্ধাশতাধিক গাছ রোগাক্রান্ত হয়ে মরে গেছে। কয়েক বছর ধরে এ গাছগুলো মরে যাচ্ছে। ঝড়-বৃষ্টিতে মাঝেমধ্যেই মরা গাছের ডাল ভেঙে পড়ে। এই অবস্থায় পথচারী, যাত্রী ও যানবাহনচালকেরা ঝুঁকি নিয়ে ওই সড়ক দিয়ে চলাচল করছেন। এ সড়ক দিয়ে প্রতিদিন ছোট-বড় শত-শত যান চলাচল করে। বেশ কয়েক বছর ধরে সড়কের দুই পাশের বিভিন্ন স্থানে অর্ধাশতাধিক গাছ রোগাক্রান্ত হয়ে মরে গেছে। আক্রান্ত গাছের পাতা প্রথমে ঝরে পড়ে এবং ওপর থেকে ডালপালা শুকিয়ে যায়। একপর্যায়ে গাছ মরে যায়।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সড়কের দামুড়হুদা উপজেলার দর্শনা-মুজিবনগর সড়ক এলাকায় দুই পাশের অর্ধ শতাধিক গাছ শুকিয়ে মরে গেছে। কোনোটিতে ঘুণ ধরেছে আবার কোনোটিতে কাঠপোকা বাসা বেঁধেছে। মরা কয়েকটি গাছ সড়কে হেলে পড়েছে। যেকোনো সময় পড়ে গিয়ে দূর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী শঙ্কিত। কার্পাসডাঙ্গা  গ্রামের শিক্ষার্থী রাকিব হাসান বলেন, সড়কের ধারে মরা গাছগুলাে যে ভাবে দাড়িয়ে রয়েছে সড়কের পাশ দিয়ে যেতে ভয় করে।

কার্পাসডাঙ্গা  ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভূট্র বলেন, ‘মরে যাওয়া গাছ সরাতে গত বছর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে যোগাযোগ করেছিলাম। কিন্তু গাছগুলো সরানোর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান বলেন, এই উপজেলা প্রায় অর্ধ শতাধিক গাছ মরে যাওয়ার বিষয়টি আমি সম্প্রতি জেনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে দ্রুত মরে যাওয়া গাছ সরানোর পদক্ষেপ নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments