36 C
Bangladesh
Friday, May 3, 2024
spot_imgspot_img
Homeআইন ও আদালতডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ৫ সাংবাদিক খালাস পেয়েছেন

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ৫ সাংবাদিক খালাস পেয়েছেন

সীতাকুণ্ড প্রতিনিধি
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলার পাঁচ সাংবাদিককে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জহিরুল কবির তাদের বেকসুর খালাস দেন।

আসামীপক্ষের আইনজীবি মুজিবুর রহমান চৌধুরী ফারুখ বলেন, ২০২১ সালের ২৬ জুন সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামে দায়ের হওয়া মামলায় ৫ সাংবাদিককে মহামান্য আদালত অব্যাহতি দিয়েছেন।

পাঁচ সাংবাদিক হলেন- এম. সেকান্দর হোসাইন (দৈনিক সমকালের সীতাকুণ্ড প্রতিনিধি), এনায়েত হোসেন মিঠু (দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক পূর্বকোণের মিরসরাই প্রতিনিধি), মাহবুবুর রহমান পলাশ (দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদীর মিরসরাই প্রতিনিধি), জহিরুল ইসলাম (আমার সংবাদের সীতাকুণ্ড প্রতিনিধি), মোহাম্মদ ইউসুফ (দৈনিক ইত্তেফাক মিরসরাই প্রতিনিধি)।

মামলায় বিবাদী পক্ষে ছিলেন–চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মুজিবুর রহমান চৌধুরী ফারুখ, নাসির উদ্দিন আহমেদ খান রনি।

প্রসঙ্গত, ২০২১ সালের ২২ মে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় ‘ওরা প্রতারক’ শিরোনামে প্রকাশিত সংবাদ এবং শিরোনামে প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা হয়। এ কারণে সীতাকুণ্ড ও মিরসরাই ও উপজেলার পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে নুরুল কবির শাহ দুলাল নামে এক ব্যক্তি ওই বছরের ২৬ জুন সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামে মামলা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments