24 C
Bangladesh
Sunday, May 12, 2024
spot_imgspot_img
Homeসমাবেশদাগনভূঞায় তথ্য আপা'র উঠান বৈঠক

দাগনভূঞায় তথ্য আপা’র উঠান বৈঠক

দাগনভূঞা প্রতিনিধি:
জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন তথ্য আপা’র ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) আওতায় রবিবার (২৮ জানুয়ারি) বিকেলে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে  উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা তথ্যসেবা কর্মকর্তা শামীমা আক্তার শম্পা এর সভাপতিত্বে ও তথ্যসেবা সহকারী আনজুমান আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আইনুল হোসাইন জিলানী।

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও গ্রাম আদালত সক্রিয়করন (তৃতীয় পর্যায়) প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর আমজাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আমেনা আক্তার পারুল।
বৈঠকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে তথ্য প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয় এবং সমাজসেবা অফিসের সেবা সম্পর্কে ধারণা দেয়া হয়। পাশাপাশি তথ্যকেন্দ্রের সেবা সম্পর্কে আলোচনা করা হয়। শেষে একশত টাকা করে সম্মানি ভাতা এবং নাস্তা দেয়া হয়। উঠান বৈঠকে ৫০ জন নারী অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments