27 C
Bangladesh
Sunday, May 19, 2024
spot_imgspot_img
Homeনওগাঁনওগাঁর আকর্ষণ সোয়া লক্ষ টাকা মূল্যের কাশ্মীরি টাইগার ছাগল।

নওগাঁর আকর্ষণ সোয়া লক্ষ টাকা মূল্যের কাশ্মীরি টাইগার ছাগল।

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁ

নওগাঁ জেলার মান্দায় এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা শখের বসে ছয় বছর ধরে পালন করে আসছে কাশ্মীরি জাতের ছাগল। আদরে আল্লাদে পুষে আসছেন এই ছাগল। শখ করে নাম রেখেছেনে টাইগার। এই টাইগারকে অন্যান্য পশুর মতো কাঁঠাল পাতা, খড়, গমরে ভুষি ও ময়দা খাওয়ে বড় করে তুলছেনে তিনি। তার এই টাইগার ছাগলের এখন গড় ওজন ১০৩ কেজি। এই ছাগলের মালিক ঈদকে সামনে রেখে আনুমানিক এর মূল্য নির্ধারণ করেছেন ১ লক্ষ ২০ হাজার টাকা।

এই টাইগাররে মালিক মেহেদী হাসান নিয়ামতপুর উপজেলায় কর্মরত রয়েছেন। তিনি মান্দা উপজলোর পরানপুর ইউপির বাণসির মধ্যপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত: আব্দুল মালক মন্ডলের ছেলে। আগামী কুরবানী ঈদকে ঘিরে এই ছাগলকে বিক্রি করার জন্য প্রস্ততি নিচ্ছেন। ছয় দাঁতের ছাগলের বয়স এখন ৬ বছর। এর উচ্চতা ৪ ফুট ৪ ইঞ্চি এবং দর্ঘ্যৈ ৪ ফুট ১০ ইঞ্চি।

ছাগলটির মালিক মেহেদী হাসান জানান,আমি শখের বসে কাশ্মীরি জাতের এ ছাগলটি পালন করছি। ছাগলটিকে আমি টাইগার নামে ডাকি।

মান্দা উপজলো প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ অভিমাণ্য চন্দ্র বলনে, এ অঞ্চলে সচরাচর কাশ্মীরি জাতের ছাগল লালন-পালন করা হয় না। তবে অনেকে শখ করে এ জাতের ছাগল পালন শুরু করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments