30 C
Bangladesh
Friday, May 3, 2024
spot_imgspot_img
Homeকরোনা ভাইরাসপীরগঞ্জের (সোনারপাড়া) মসজিদে জুমার নামাজ শেষে মাস্ক বিতরণ করলেন রুবেল।

পীরগঞ্জের (সোনারপাড়া) মসজিদে জুমার নামাজ শেষে মাস্ক বিতরণ করলেন রুবেল।

করোনায় সামাজিক সচেতনতা বাড়াতে বিশিষ্ট ঠিকাদার সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম রুবেল রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ৭ নং বড় আলমপুর ইউনিয়নের গাজী খাঁ (সোনার পাড়া) জামে মসজিদের সকল মুসুল্লিকে মাস্ক (মুখোশ) বিতরন করেছেন আজ শুক্রবার ২৬ জুন ২০২০ইং জুমার নামাজ শেষে।

জানা গেছে, করোনা সংক্রমন থেকে রক্ষা পেতে জাহিদুল ইসলাম রুবেলের পক্ষ থেকে গত শুক্রবার উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার ২৫টি মসজিদে জুম্মার নামাজ শেষে ৫ হাজার মসুল্লিকে মাস্ক ও হাত ধোয়ার জন্য ৩ শতাধিক সাবান বিতরন করা হয়। এ ছাড়াও তিনি ১৫টি ইউনিয়ন ও পৌরসভার ৩ হাজার অস্বচ্ছল মানুষ ও পেশাজীবির মাঝে খাদ্য সামগ্রী ও ওষুধ বিতরন এবং নগদ অর্থ সহায়তা করেছেন। রংপুর জেলার শ্রেষ্ঠ করদাতা বিশিষ্ট ঠিকাদার জাহিদুল ইসলাম রুবেল পীরগঞ্জ শাহ আব্দুর রউফ কলেজের সহকারী অধ্যাপক। রুবেল বলেন, স্থানীয় সাংবাদিকরা অনেক তথ্য জানেন। তাদের মাধ্যমেই উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ পীরগঞ্জ সদর, ধনশালা মধ্যপাড়া, খাদ্য গুদাম, মাদারগঞ্জ, চতরা, ভেন্ডাবাড়ী, গুর্জিপাড়া, কলোনীবাজার, ঝাড়বিশলা,গাজী খাঁ (সোনার পাড়া) কাজী হায়াত মামুদসহ বিভিন্ন এলাকার ২৬ টি মসজিদে ৫ হাজার মাস্ক বিতরন করা হয়েছে। পাশাপাশি তাদের তথ্যের ভিত্তিইে খাদ্য সামগ্রী বিতরন করেছি এবং আজ শুক্রবার উপজেলার বিভিন্ন মসজিদে মাস্ক বিতরণ করা হয়েছে এবং মাস্ক বিতরণ চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments