27 C
Bangladesh
Saturday, May 18, 2024
spot_imgspot_img
Homeভিত্তি প্রস্তরমঠবাড়িয়ায় মাদ্রাসার ভিত্তি প্রস্তরের উদ্বোধন।

মঠবাড়িয়ায় মাদ্রাসার ভিত্তি প্রস্তরের উদ্বোধন।


মোঃ ফেরদৌস মোল্লা, পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের ঘোপখালী গ্রামে ‘নিজামিয়া ঘোপখালী এনছানিয়া দাখিল মাদ্রাসার চার তলা ভিত বিশিষ্ট ও এক তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হয়।

শনিবার বিকেলে পিরোজপুর ৩ আসনের সংসদ সদস্য ও সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ ডাঃ মো. রুস্তুম আলী ফরাজি এ ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী আবু হানিফ, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মোহাম্মদ জসিম, মাদ্রাসার সভাপতি মো. রিয়াজ উদ্দিন, এমপি‘র জন সংযোগ কর্মকর্তা মো. আরী রেজা রঞ্জু।
ডাঃ মো. রুস্তুম আলী ফরাজি বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। সরকার দেশকে একটি আদর্শ জাতি হিসেবে তৈরী করার জন্য নিরলস ভাবে কাজ করছে। পর্যাক্রমে উপজেলা সব শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকায়ন করা হবে।
উল্লেখ্য- শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় মোসার্স সৌরভ কনস্ট্রাকশন ৮৫ লক্ষ টাকা ব্যায়ের এ ভবনটি নির্মানের কাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments