36 C
Bangladesh
Friday, April 26, 2024
spot_imgspot_img
HomeUncategorizedসীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে নিঃস্ব ১০ পরিবার

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে নিঃস্ব ১০ পরিবার

মুসলেহ উদ্দিন, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদর ইদিলপুর এলাকার ভূঁইয়া পুকুর সংলগ্ন বাড়িতে অগ্নিকাণ্ডে ১০ পরিবার নিঃস্ব হয়ে গেছে।

রোববার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে পৌরসভার দক্ষিণ ইদিলপুর গ্রামের ভূঁইয়া পুকুর পাড়ের পশ্চিমে অবস্থিত একটি বাড়িতে আগুন লাগে। এতে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা জানান, রাত ১২টার দিকে বাড়িতে আগুন লাগার পর আমরা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেই। এতে লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা। টিনের ঘর থাকায় আগুনের তীব্রতা বেড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট বা গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয়দের ধারণা। এদিকে, ভুক্তভোগী পরিবার ৬-৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারনা করেন।

সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার নুরুল আলম দুলাল জানান, সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ ইদিলপুর গ্রামে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি কাঠের চুলা থেকে আগুনের সূত্রপাত। আগুনের লেলিহানে একজন অসুস্থ হয়ে পড়লে তাকে অবিলম্বে চিকিৎসার জন্য পাঠানো হয়। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments