31 C
Bangladesh
Monday, April 29, 2024
spot_imgspot_img
Homeসভাআমাদের অনুপ্রেরণা যোগাবে বঙ্গমাতার আদর্শ- শিক্ষামন্ত্রী

আমাদের অনুপ্রেরণা যোগাবে বঙ্গমাতার আদর্শ- শিক্ষামন্ত্রী

ববি প্রতিনিধি,মোঃ তারিকুল ইসলাম:

বাংলাদেশের অপর নাম বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু আর বাংলাদেশ শব্দদুটি যেনো সমার্থক। বঙ্গবন্ধুকে ‘বঙ্গবন্ধু’ হয়ে ওঠার ক্ষেত্রে যিনি অনুপ্রেরণা যুগিয়েছেন তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। বাংলাদেশের ইতিহাসের এক অবিছেদ্য অংশ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। পরিবার , রাজনীতি সব কিছুই এক হাতে সামলেছেন তিনি। অত্যান্ত সাদা-সিধে জীবনের অধিকারী বঙ্গমাতা নেপথ্য থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনুপ্রেরণা যুগিয়েছেন। বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে তাঁর অবদান অনস্বীকার্য। তাই সময় এসেছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর আদর্শ এবং তাঁর জীবনাচরণকে তরুন প্রজন্মেরর মাঝে ছড়িয়ে দেয়ার। যা আমাদের আগামী জীবনে পথ চলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী-সমদ্ধ বাংলাদেশ গঠনে অনুপ্রেরণা যোগাবে।” বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ওয়েবিনারে এই কথাগুলো বলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
গতকাল রবিবার বিকাল ৪ টায় এ ওয়বিনারটি অনুষ্ঠিত হয় অনলাইন মাধ্যমে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন এর সভপতিত্বে অনুষ্ঠিত ওয়েবিনারে বিশেষ অতিথি হিসেবে যুক্ত থেকে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হাসন। স্বাগত বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রোভোস্ট তাসনুভা হাবিব জিসান। ওয়েবিনারে আরও বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, বঙ্গবন্ধু হলের প্রোভোস্ট মোঃ আরিফ হোসেন, শিক্ষার্থীদর মধ্যে আইন বিভাগেরর ৩য় বর্ষের শিক্ষার্থী নূর-ই-নিশাত। ওয়বিনারে যুক্ত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যসহ বরিশাল বিশ্ববিদ্যালয়র বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বিভিন্ন হলের প্রভোস্ট, প্রক্টর, পরিচালকরা , শিক্ষক , শিক্ষার্থী এবং দপ্তর প্রধানরা।

ওয়বিনার শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় আয়োজিত “বঙ্গমাতার জীবন ও কর্ম” শীর্ষক কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। এতে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী সাকিব হাসান, লোক-প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোসাঃ রিমা আক্তার এবং পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ আবুল ফাতাহ্। ওয়বিনারটি সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং ছাত্র শিক্ষক মিলনায়তন (টিএসসি) এর পরিচালক ড. মোঃ খোরশেদ আলম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments