32 C
Bangladesh
Thursday, May 9, 2024
spot_imgspot_img
Homeউৎসবরাজশাহী বিশ্ববিদ্যালয়ে 'বৈশাখী উৎসব' মঙ্গলবার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বৈশাখী উৎসব’ মঙ্গলবার

রাবি প্রতিনিধি;
বাঙালির চিরায়ত সংস্কৃতি চর্চার লক্ষ্যে ‘বৈশাখী উৎসব-১৪৩১ আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। এতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে। শুক্রবার তথ্যটি নিশ্চিত করেছেন এই সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ ব্যাপারে সাংস্কৃতিক জোটের সভাপতি রায়হান ইসলাম বলেন, ধর্ম-বর্ণে ভেদাভেদ ভুলে অসাম্প্রদায়িক চেতনা লালন এবং বিশ্ব কল্যাণের অমোঘ বার্তা সামনে রেখে এই উৎসবের আয়োজন করা হয়েছে। বাঙালির চিরায়ত সংস্কৃতি লালনের মাধ্যমে বছরটা যেন সুখময় হয় সেই কামনা থাকবে। এছাড়া উৎসবে শোভাযাত্রা ও অনুষ্ঠানে সকলকে সবান্ধব অংশ নেয়ার আমনন্ত্রণ জানিয়েছে তিনি।

জানা গেছে, “ভেঙ্গেও আবার গড়তে জানে সে চির-সুন্দর! তোরা সব জয়ধ্বনি কর”- প্রতিপাদ্যে আগামী মঙ্গলবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার মুক্তমঞ্ছে এই বৈশাখী উৎসব উদযাপিত হবে। সেদিন বিকেল ৫টায় বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে।
সাংস্কৃতিক সন্ধ্যায় নাচ, গান, আবৃত্তি ও অভিনয়ে মাতাবেন জোটভুক্ত সংগঠনের সাংস্কৃতিক কর্মী সহ ক্যাম্পাস ও মহানগরের সাংস্কৃতিক কর্মীরা।

তারিফুল ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments