24 C
Bangladesh
Monday, May 6, 2024
spot_imgspot_img
HomeUncategorizedকমিটি বর্জনের ঘোষনা দিয়ে ১০ দিনের আল্টিমেটাম সীতাকুণ্ড জুয়েলারি সমিতির নবনির্বাচিত কমিটির...

কমিটি বর্জনের ঘোষনা দিয়ে ১০ দিনের আল্টিমেটাম সীতাকুণ্ড জুয়েলারি সমিতির নবনির্বাচিত কমিটির বিরুদ্ধে প্রতিবাদ

সভামুসলেহ উদ্দিন, সীতাকুণ্ড (চট্টগ্রাম):গত ১ মে সোমবার রাত আটটায় সীতাকুণ্ড ওসমান গণি মার্কেটের নিচতলায় সীতাকুণ্ড জুয়েলারি সমিতি (বাজুস) এর বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে সমিতির অধিকাংশ সদস্য।সীতাকুণ্ড জুয়েলার্সের স্বত্বাধিকারী মিলন দাস এবং মায়া স্বর্ণ শিল্পালয়ের স্বত্বাধিকারী নিতাই দে-এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সনি জুয়েলার্সের স্বত্বাধিকারী শিবু ধর।সভায় আরো বক্তব্য রাখেন বাবা জুয়েলার্সের স্বত্বাধিকারী গৌরাঙ্গ বণিক, কাকলী জুয়েলার্সের স্বত্বাধিকারী তপন বণিক, চৌধুরী জুয়েলার্সের স্বত্বাধিকারী কিশোর চৌধুরী, কল্পনা জুয়েলার্সের স্বত্বাধিকারী সুজন গান্ধী, গিফট জুয়েলার্সের স্বত্বাধিকারী বিপ্লবসহ আরও অনেকে। সঞ্জয় মহাজন, রত্না জুয়েলার্সের স্বত্বাধিকারী, সভায় সভাপতিত্ব করেন, বিজয় চন্দ্র দে গীতা পাঠ করেন এবং অতীত কমিটির সদস্য ও জুয়েলার্স যারা মারা গেছেন তাদের স্মরণে এক মিনিট নীরবতার মধ্য দিয়ে সভা শুরু হয়। সভায় আরও উপস্থিত ছিলেন জয় জুয়েলার্সের স্বত্বাধিকারী দীপক বণিক, মানিক বণিক, চন্দ্রিমা জুয়েলার্সের স্বত্বাধিকারী শিবু বণিক, যুবরাজ জুয়েলার্সের স্বত্বাধিকারী যুবরাজ নাথ শ্যাম সরকার সুদর্শন বণিক ও স্বর্ণকার সমিতির বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আমরা বাজুসের কাছে লিখিত অনাস্থা প্রস্তাব পেশ করেছিআগামী ১০ দিনের মধ্যে অনির্বাচিত কমিটি বিলুপ্ত করে উপদেষ্টা পরিষদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং বাজুস চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দের মাধ্যমে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করতে হবে। অন্যথায় আমরা এই অনির্বাচিত কমিটির সকল কার্যক্রম বর্জন করব এবং নিয়ম-নীতি না মেনে আমাদের ব্যবসা পরিচালনা করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments