26 C
Bangladesh
Thursday, May 2, 2024
spot_imgspot_img
Homeজন্মশতবার্ষিকীঝালকাঠিতে বঙ্গবন্ধুর জীবনীনির্ভর 'অবরুদ্ধ ১৪ বছর' মঞ্চস্থ

ঝালকাঠিতে বঙ্গবন্ধুর জীবনীনির্ভর ‘অবরুদ্ধ ১৪ বছর’ মঞ্চস্থ

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ৬৪ জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনী নির্ভর ঝালকাঠি জেলার নাটক ‘অবরুদ্ধ ১৪ বছর’ মঞ্চস্থ হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনিমেশ সাহা লিটুর নির্দেশনায় ঝালকাঠি রেপার্টারি নাট্যদল নাটকটি মঞ্চস্থ করে।

নাটক উপভোগ করেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন, নেজারাত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহমেদ হাসান, সাংস্কৃতিক কর্মী মনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন খান, জেলা কালচারাল অফিসার আল মামুনসহ জেলার সংস্কৃতিপ্রেমী প্রবীণ ও নবীন নাগরিকবৃন্দ।

নাটকটিতে বঙ্গবন্ধুর জেল জীবনসহ বাঙালির মুক্তির পেছনে অবদান রাখা তাঁর প্রতিটি আন্দোলন ও সংগ্রাম তুলে ধরা হয়েছে।

নাটক মঞ্চস্থ করার পূর্বক্ষণে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, এই নাটকটি আরো আগেই মঞ্চস্থ করার পরিকল্পনা ছিলো। করোনার কারণে সেটি সম্ভব হয়নি। অবশেষে অল্প প্রস্তুতির মাধ্যমে হলেও নাটকটি আমরা মঞ্চস্থ করতে পারছি। এছাড়া তিনি বঙ্গবন্ধুর জীবনের ত্যাগ ও অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন। আগত অতিথি ও দর্শকদের ধন্যবাদ জানান।

নাটক মঞ্চায়ন শেষে জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক বঙ্গবন্ধুর জীবনের উপর আয়োজিত অনলাইন মাধ্যমের প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments