30 C
Bangladesh
Friday, April 26, 2024
spot_imgspot_img
Homeফেনীদাগনভূঞায় দুইদিন ব্যাপী মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপণী।

দাগনভূঞায় দুইদিন ব্যাপী মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপণী।

আব্দুল্লাহ আল মামুন :

ফেনীর দাগনভূঞায় সরকারি নির্দেশনা স্বাস্থ্যবিধি মেনে ২০২০-২১ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়, ২য় সংশোধিত) এর আওতায় আইডিওএফএফ এর প্রথম ধাপের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে দু’দিনের এ প্রশিক্ষণ শনিবার (২২ মে) সকালে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়েছে।উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে শুক্রবার সকালে প্রশিক্ষণ শুরু হয়। ১৮ জন মৎস্য চাষীর অংশ গ্রহণে প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মাফরোজা সুলতানা, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান ও ক্ষেত্র সহকারী রণজিৎ নাথ প্রমুখ। এ প্রশিক্ষণ অনুষ্ঠানে মনোসেক্স তেলাপিয়া, পাপদা, কৈ/শিং/মাগুর মাছ চাষে মিশ্র আলোচনা করা হয়। এসময় মৎস্য চাষের জন্য নির্ধারিত জমির পানি ও মাটির গুণগত মান পরীক্ষা, মাছের খাবার, চাষ পদ্ধতি, রোগ বালায় সনাক্তকরণ, প্রতিকারের উপায়, স্বাস্থ্যসম্মত উপায়ে মৎস্য উৎপাদন এবং উৎপাদিত মৎস্যের মান সুরক্ষিত রাখাসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ নিয়েছেন প্রশিক্ষণার্থীরা। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments