32 C
Bangladesh
Sunday, May 5, 2024
spot_imgspot_img
HomeUncategorizedনওগাঁয় পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের জন্য অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত

নওগাঁয় পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের জন্য অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে ঐতিহ্যবাহী আবাদপুর কোরবানীর পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড প্রদান করেছে। বুধবার বিকেলে সরকার নির্ধারিত টোলের চেয়ে বেশি টোল আদায় করায় একজনকে ভোক্তা অধিকার আইন- ২০০৯ অনুসারে ২০হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান।

সহকারি কমিশনার (ভূ’মি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, আবাদপুকুর হাটে গরু, ছাগল, ভেড়াসহ অন্যান্য গবাদী পশুর ক্ষেত্রে সরকার নির্ধারতি টোলের অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে এমন বিষয়টি জানতে পেরে সরেজমিনে গিয়ে দেখা যায় যে টোল আদায়ের সঙ্গে জড়িত ব্যক্তিরা প্রতিটি গরুর ক্ষেত্রে টোল আদায় করছে ৭শত টাকা করে যা সরকার নির্ধারিত টোলের চেয়ে অনেক বেশি। এমনই ভাবে ছাগল, ভেড়ার ক্ষেত্রেও একই ভাবে টোল আদায় করা হচ্ছে। অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে সত্যতা পাওয়ার কারণে টোল আদায়কারী একজনকে ২০হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছি। আসন্ন ইদুল আযহাকে ঘিরে উপজেলার যেখানে যেখানে পশুর হাট বসবে আর সেই হাটগুলোতে যদি অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ পাওয়া যায় তাহলে সেই সব হাটগুলোতেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments