27 C
Bangladesh
Monday, May 6, 2024
spot_imgspot_img
Homeআইন ও আদালতবদলগাছীতে ইটের দেওয়াল কেটে গরু চুরি - গরু উদ্ধারসহ আটক ২

বদলগাছীতে ইটের দেওয়াল কেটে গরু চুরি – গরু উদ্ধারসহ আটক ২

মুজাহিদ হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীর আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামের মৃত আশরাফুল ইসলামের ছেলে রেজাউল ইসলামের চুরি যাওয়া গরু দুটি উদ্ধারসহ দু;জনকে আটক করে থানা পুলিশ। জানা যায়, পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জুলাই দিবাগত রাতে আশরাফুল ইসলামের বাড়ির গোয়াল ঘরের ইটের দেওয়াল কেটে একটা গাভী ও একটি বকনা গরু চুরি করে নিয়ে যায়। গরুর মালিক ৮ জুলাই বদলগাছী থানায় অজ্ঞাত নামে অভিযোগ দায়ের করলে চোরদেরকে আটক করতে ও গরু উদ্ধারে অভিযানে নামে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের কোলা
গ্রামের মৃত আফাজ উদ্দীনের ছেলে আছতুল ফকিরের বাড়ি থেকে গাভী এবং একই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে চঞ্চল হোসেনের বাড়ি থেকে বকনা গরুটি উদ্ধার করে পুলিশ। এ সময় আসতুল ফকির ও চঞ্চল হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে।

গরুর মালিক রেজাউল ইসলাম বলেন,
প্রতিদিনের ন্যায় গরু গোয়াল ঘরে রেখে ঘুমিয়ে যাই। পরদিন ভোর বেলা গোয়াল ঘর খুলে দেখি ইটের দেওয়াল কেটে গরু দুটি কে বা কারা চুরি করে নিয়ে যায়। অনেক খোঁজা খুঁজির পর গরু দু’টি না পেয়ে থানায় একটি অভিযোগ দায়ের করি। অভিযোগের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার রাতে কোলা ইউনিয়নের কোলা গ্রামের আছতুল ফকির ও চঞ্চল হোসেনের বাড়ি থেকে গরু দুটি উদ্ধার করে এবং দুজনকে আটক করে থানায় নিয়ে যান।

কোলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন বলেন, গত বৃহস্পতিবার রাতে কোলা পশ্চিমপাড়ার আছতুল ফকির ও চঞ্চল হোসেনের বাড়ি থেকে গরু দুটি উদ্ধার করে পুলিশ। তিনি আরও জানান, এলাকায় গরু চুরির হিড়িক পড়েছে। গত এক মাসের ব্যবধানে শুধু কোলা ইউনিয়নে ২০/২২টি গরু চুরি হয়েছে। গরু চুরি রোধে প্রশাসনকে আরও তৎপর হওয়ার জন্য অনুরোধ করেন তিনি।

বদলগাছী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম জানান, অভিযোগের
১৬ ঘন্টার মধ্যে চুরি যাওয়া গরু দুটি উদ্ধার করতে এবং চোরদেরকে আটক করতে সক্ষম
হয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গরু চুরি সিন্ডিকেটের মূল হোতা
রয়েছে। মূল হোতাদের বের করতে ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রয়োজন এ জন্য আদালতে আবেদন করা হবে। গরু থানায় থাকবে আদালতের নির্দেশনা
অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments