24 C
Bangladesh
Sunday, May 5, 2024
spot_imgspot_img
HomeUncategorizedবিভিষন সীমান্তে ভারতীয় ৩৭ টি মোবাইল ফোন আটক

বিভিষন সীমান্তে ভারতীয় ৩৭ টি মোবাইল ফোন আটক

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:

বিভিষন সীমান্তে ভারতীয় ৩৭ টি মোবাইল ফোন আটক করা হয়েছে, সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে ১৬ বিজিবি বিভিষন ক্যাম্পের একটি বিশেষ টহলরত সদস্যরা জেসিও-৯০৯২ নায়েক সুবেদার মাহফুজুর রহমান মিয়া এর নেতৃত্বে ক্যাম্পে হতে আনুমানিক ০৪ কিঃ মিঃ উত্তর-পূর্ব দিকে এবং সীমান্তের পিলার-২১৯/৬৫-আর হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাঁচার বিল নামক স্থানে (জিআর-৩৬০৫৯১ এমএস ৭৮ ডি/৫) অভিযান পরিচালনা করে। ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মাহফুজুর রহমান মিয়া জানান দুপুর ১.৪৫ মিনিটে সময় ০৩ জন চোরাকারবারী ভারত হতে বাংলাদেশের দিকে আসার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের নিকট থাকা একটি বস্তা ফেলে দৌড় দিয়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে চোরাকারবারীর ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে ৩৭টি ভারতীয় মোবাইল ফোন আটক করা হয়। আটককৃত মোবাইল ফোনগুলির মূল্য -১০,৬০,০০০/- (দশ লক্ষ ষাট হাজার) টাকা আটককৃত ভারতীয় মোবাইল ফোনগুলো রহনপুর কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments