34 C
Bangladesh
Thursday, May 16, 2024
spot_imgspot_img
HomeUncategorizedভোটারদের জন্য বিরিয়ানি রান্না করলেন প্রার্থী;নিয়ে গেল প্রশাসন।

ভোটারদের জন্য বিরিয়ানি রান্না করলেন প্রার্থী;নিয়ে গেল প্রশাসন।

বিরিয়ানি রান্না চলছে।
ছবিঃসংগৃহীত

একপাশে বড় বড় ডেকচিতে চলছে বিরিয়ানি রান্না। অন্যদিকে চলছে ভোট গ্রহণ। ভোটারদের কাছে টানতে রান্নার এ বিশাল আয়োজন। তবে শেষমেশ সে আয়োজন জল ঢেলে দিয়েছে প্রশাসন।

এ ঘটনা কুষ্টিয়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বারখাদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র এলাকার।

জানা গেছে, ওই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রবিউল ইসলাম রবি বারখাদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশেই সকাল থেকে বিরিয়ানি রান্নার আয়োজন করেন। বড় বড় ডেকচিতে চলছিল রান্নার কাজ। প্যাকেটজাত শেষে সেসব খাবার ভ্যানে বোঝাই করে পাঠানো হচ্ছিল ভোটারদের বাড়ি বাড়ি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে সেখানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় ১০ ডেকচি ও ১০০ প্যাকেট বিরিয়ানি। পরে জব্দ করা খাবার এতিমখানার বাচ্চাদের মধ্যে বিতরণ করা হয়।

আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট ও খোকসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এ খাবার জব্দ করা হয়েছে। পরে খাবারগুলো এতিমখানায় বিতরণ করা হয়।

উল্লেখ্য, কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলাম রবি এর আগে ভোটারদের মাঝে নারকেল তেল বিতরণ করতে গিয়ে ১০ হাজার টাকা জরিমানা গোনেন।

সূত্রঃ জাগো নিউজ২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments