30 C
Bangladesh
Monday, April 29, 2024
spot_imgspot_img
HomeUncategorizedমঠবাড়িয়ার বলেশ্বর নদীতে(বড়মাছুয়া-রায়েন্দা)শীঘ্রই চালু হতে যাচ্ছে ফেরী।

মঠবাড়িয়ার বলেশ্বর নদীতে(বড়মাছুয়া-রায়েন্দা)শীঘ্রই চালু হতে যাচ্ছে ফেরী।

মোঃ ফেরদৌস মোল্লা, পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

দুই জেলার মধ্যে যোগাযোগের সেতুবন্ধন সৃষ্টির লক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ার বড়মাছুয়ার সাথে বাগেরহাট জেলার (শরণখোলা) রায়েন্দা এর যোগাযোগের সহজ মাধ্যম বলেশর নদীতে শিঘ্রই চালু হতে যাচ্ছে ফেরী সার্ভিস।

জানা গেছে, পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ও সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজি এবং বাগেরহাট-৪ (শরণখোলা-মোড়েলগঞ্জ) আসনের প্রয়াত সাংসদ ডাঃ মোজাম্মেল হক, বর্তমান সাংসদ এডভোকেট আমিরুল আলম মিলন ও সাবেক রেল সচিব মোফাজ্জেল হক মন্টুর ঐক্যান্তিক প্রচেষ্টায় দেশের দক্ষিণাঞ্চলের মানুষের অন্য রকম গুরুত্বপূর্ণ এ ফেরী সার্ভিস অনুমোদন পায়।

গত ৬ জানুয়ারী ২০২১ রায়েন্দার ঘাট থেকে পাঁচরাস্তা পর্যন্ত টেন্ডার আহবান করছে বাগেরহাট সড়ক বিভাগ। যার সম্ভব্য ব্যায় ৩ কোটি ৬ লাখ টাকার দরপত্র আহবান করা হয়েছে। আধা কিলোমিটার মূল সড়ক পাঁকা হবে ১৮ ফুট চওড়া এবং দুই পাশে ৩ ফুট করে ফুটপথ হবে।

এদিকে মঠবাড়িয়া বড়মাছুয়া ঘাট সংলগ্ন অংশের ৮৩ লক্ষ টাকা ব্যায়ে ১৮ ফুট চওড়া ৫‘শ মিটার সড়ক ও পল্টুনের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট ঠিকাদার আবু হানিফ নিশ্চিত করেছেন। চলতি মাসের শেষর দিকে ফেরী নিদিষ্ট ঘাটে চলে আসবে বলে বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments