30 C
Bangladesh
Sunday, April 28, 2024
spot_imgspot_img
Homeপর্যটনকুয়াকাটাকুয়াকাটা সৈকতে ভেসে এসেছে একটি বিরল প্রজাতির কচ্ছপ।

কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে একটি বিরল প্রজাতির কচ্ছপ।


কুয়াকাটা প্রতিনিধিঃপটুয়াখালীর কুয়াকাটা পর্যটনকেন্দ্রর সৈকতে ভেসে এসেছে একটি বিরল প্রজাতির কচ্ছপ। আজ বৃহস্পতিবার (২৩ই জুলাই )সকাল আটটার দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে পূর্ব দিকের সৈকতে স্থানীয় লোকজনের নজরে আসে কচ্ছপটি। ডান পায়ে ক্ষত নিয়ে আসা এই কচ্ছপটি দেখতে স্থানীয় লোকজন সৈকতে ভিড় করছেন।স্থানীয় কয়েকজন জানান, আজ সকালে কচ্ছপটি ভেসে আসে। কচ্ছপটি অসুস্থ এবং ডান পায়ে ক্ষত রয়েছে। জেলে মোঃবেলাল বলেন , কচ্চপটি জেলেদের জালে আটকা পড়ে এবং একপর্যায়ে জাল ছিঁড়ে মুক্ত হয়। পায় ব্যাথা পাওয়ার করনে অসুস্থ হয়ে তিরে চলে আসে।কচ্ছপটির ওজন আনুমানিক ২০ কেজি।কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাহামুদ হোসেন মোল্লা মুঠোফোনে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত তিনি সৈকতে গিয়েছেন। কচ্ছপটির ডান পায়ে ক্ষত রয়েছে এবং অসুস্থ কচ্ছপটি এখন নড়াচড়া করতে পারছে না। তিনি সেখানে অবস্থান করছেন এবং বন বিভাগে বিষয়টি অবহিত করেছি  লোক পাঠিয়েছেন বলেও জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments