39.8 C
Bangladesh
Sunday, April 28, 2024
spot_imgspot_img
HomeUncategorizedনওগাঁয় পহেলা বৈশাখ ও ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নওগাঁয় পহেলা বৈশাখ ও ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ বাঙ্গালীর প্রাণের উৎসব “পহেলা বৈশাখ” ও মুসলিম উম্মার সবচেয়ে বড় উৎসব “ঈদুল ফিতর” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় আসন্ন দুটি উৎসব যেন একটি শান্তিপূর্ন, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা যায় সেই বিষয়ে গৃহিত পদক্ষেপসমূহ নিয়ে আলোচনা করা হয়। উৎসব যেন কারো জন্য কান্না কিংবা দুঃখের কারণ না হয় সেই বিষয়ে স্ব স্ব দপ্তরকে পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক। এছাড়া এই উৎসব দুটিকে ঘিরে যেন কোন গোষ্ঠি আতঙ্ক কিংবা কোন নাশকতা সৃষ্টির পায়তারা করতে না পারে সেই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীসহ জেলার সর্বস্তরের মানুষকে সচেতন থাকতে হবে। কারণ এই অঞ্চলের শান্তি ও সম্মান বজায় রাখা প্রশাসন ও বিভিন্ন বাহিনীর পাশাপাশি এই অঞ্চলের প্রতিটি মানুষের নাগরিক দায়িত্বও বটে। এছাড়া সভায় বাঙ্গালীর চিরাচরিত কৃষ্টি ও ঐতিহ্য তুলে ধরে জাঁকজমকপূর্ণ পরিবেশে বাংলার নববর্ষ এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইব্রাহিম, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সাবিনা ইয়াসমিন, জেল সুপার ফারুক আহমেদ, জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments