36 C
Bangladesh
Friday, May 3, 2024
spot_imgspot_img
Homeবরিশাল বিশ্ববিদ্যালয়বরিশাল বিশ্ববিদ্যালয়ে সশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু, ৫ সেপ্টেম্বর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু, ৫ সেপ্টেম্বর

ববি প্রতিনিধি, তরিকুল ইসলাম আরিফ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) স্থগিত হওয়া বিভিন্ন বিভাগের  সেমিস্টার/বর্ষ ফাইনাল পরীক্ষাগুলা আগামী ৫ সেপ্টেম্বর থেকে সশরীরে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৩৪ তম একাডেমিক কাউন্সিলের সভায়।  
 তবে যদি কোন কারণে আবার লকডাউন দেওয়া হয় তাহলে অনলাইনে পরীক্ষা নেওয়ার প্রস্তুতিও নেওয়া হয়েছে। 


বৃহস্পতিবার (২৬ আগস্ট) ৩৪ তম একাডেমিক কাউন্সিল এ সিন্ধান্ত নেওয়া  হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ খোরশেদ আলম। 
তিনি বলেন, ইতিমধ্যে যাদের পরীক্ষা লকডাউনের কারণে স্থগিত হয়েছিল তাদের পরীক্ষা ৫ সেপ্টেম্বর থেকে সশরীরে নেওয়া  হবে। এখনো  যাদের ফর্ম ফিলাপ হয়নি তাদের ২৯ আগস্ট থেকে অনলাইনে ফর্ম-ফিলাপ শুরু হবে এবং বিভাগ ও পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সাথে সমন্বয় করে সবগুলো বিভাগেই পর্যায়ক্রমে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হবে।


 তবে কোন কারণে যদি আবার লকডাউন দেওয়া  হয়, তাহলে পরীক্ষা চালু রাখার জন্য অনলাইনে পরীক্ষা নেওয়ার জন্য সকল ধরনের  প্রস্তুতিও নিয়ে রাখা হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments