31 C
Bangladesh
Saturday, April 27, 2024
spot_imgspot_img
Homeআইন ও আদালতরোহিঙ্গা পরিচয়ে জেলে থাকা বাংলাদেশি নারীর মুক্তি।

রোহিঙ্গা পরিচয়ে জেলে থাকা বাংলাদেশি নারীর মুক্তি।

বশির আহমদ চট্টগ্রাম:

‍‍‍‍অবশেষে ২৫ দিন কারা ভোগের পর মুক্তি পেল দুধের শিশু সাকিব উল হাসান ও মা সিরাজ খাতুন ।
বৈবাহিক প্রতারণার শিকার হয়ে নয় মাসের বাচ্চাসহ জেলে থাকা নিরঅপরাধ সিরাজ খাতুন অবশেষে মঙ্গলবার সকাল ১০ টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পায়। কারামুক্তির পর তিনি সাংবাদিকদের তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।বলেন, আমি স্বামীর ওপর বিশ্বাস করেছিলাম এবং আমি জানতাম না আমার স্বামী রোহিঙ্গা, রোহিঙ্গা ক্যাম্প থেকে কিছু সহযোগীতার আশায় তিনি আমার নাম রোহিঙ্গা ক্যাম্পে অন্তর্ভুক্ত করেন সালমা নামে, আমি আমার স্বামীর প্রতারণা ও নির্যাতনের শিকার।
সিরাজ খাতুনকে নিয়ে তার কারাগারে যাওয়ার গল্প এবং ১২ দিন আগে জামিন হলেও মুক্তিতে বিলম্ব হওয়ার কারণসহ বিস্তারিত তথ্য সাংবাদিক বন্ধুদের সামনে তুলে ধরেন এডভোকেট জিয়া হাবীব আহসান, প্রেসিডেন্ট
বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন
চট্টগ্রাম চ্যাপ্টার।তিনি বলেন, স্থানীয় মেম্বার এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেরাজ খাতুনকে তাদের এলাকার বাসিন্দা হিসেবে চিহ্নিত করতে পেরেছেন, আমরা মাননীয় তথ্য মন্ত্রী হাছান মাহমুদ সাহেব কে জানালে তিনি বিষয়টি অবগত হন এবং জামিন নেন, কিন্তু যেহেতু তিনি ঢাকায় ছিলেন তাই ওনার স্বাক্ষর না থাকায় আমরা উপজেলা চেয়ারম্যান সাহেবের দ্বারস্থ হই।যেহেতু বিষয়টি জটিল তাই তিনি আদালতের নির্দেশনা না দেখে জামিননামায় স্বাক্ষর করতে রাজি হননি তাই কিছুটা বিলম্ব হয় জামিন পেতে।
ভাই ফজলুল ইসলাম বলেন, আমার বাবার নাম নুরুল ইসলাম এবং আমরা একই বাবা-মায়ের সন্তান,আমরা রাঙ্গুনিয়া থানা,পদুয়া ইউনিয়ন,পূর্ব খুরুশিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা। আমার বোনের আরেকটি সন্তান হয়েছে যার নাম নুর মোহাম্মদ,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments