30 C
Bangladesh
Monday, April 29, 2024
spot_imgspot_img
HomeUncategorizedনওগাঁর বদলগাছীতে কবিরাজের চিকিৎস্যার অবহেলার কারণে এক ব্যক্তির মৃত্যু কবিরাজ পালাতক

নওগাঁর বদলগাছীতে কবিরাজের চিকিৎস্যার অবহেলার কারণে এক ব্যক্তির মৃত্যু কবিরাজ পালাতক

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউপির জগৎনগর কলকুটিতে হেনা কবিরাজির অপচিকিৎস্যায় চকগোবিনাথের তফিজ উদ্দিন নামের এক রোগীর রহস্যজনক মৃত্যু।

জানা যায়, নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউপির গোবরচাঁপা ডিগ্রি কলেজ সংলগ্ন জগৎ নগর (কল কুঠি) নামক স্থানে এনামুল কবিরাজ ওরফে হেনা কবিরাজ পিতা মৃতঃ ইসমাইল গ্রামঃ জগৎ নগর (কল কুঠি ) দীর্ঘ ২ বছর থেকে চিকিৎসার নামে অপচিকিৎস্যা সমাজের সরল সাধারন মানুষের।
সেই ধারাবাহিকতায় কবিরাজের অপচিকিৎসায় শুক্রবার তফিজ (৪৫) নামের একজন ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। উক্ত মৃত ব্যক্তি বদল গাছী উপজেলার পাহাড় পুর ইউনিয়নের মামুদ বিলা গুচ্ছ গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে বলে জানা যায়।
৭জুলাই শুক্রবার সরজমিন গিয়ে দেখা যায় মৃত তফিজকে তড়িঘড়ি দাফন করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল। এমতাবস্থায় পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে কবিরাজী জিনিস পএ উদ্ধার করে বদলগাছী থানায় নিয়ে যায় ।

এলাকা বাসি জানান, একই ইউপির কলকুটি গ্রামের হেনা কবিরাজ মৃত ইসমাইলের ছেলে মোঃ এনামুল কবিরাজ (হেনা), দীর্ঘ দিন থেকে এসব অপচিকিৎসার নামে রোগীদের কাছ থেকে ২৫ হাজার ৩০,৪০ হাজার টাকা হাতিয়ে নিত মর্মে জানা গেছে । সে গ্রামে প্রভাব খাটায় যার কারনে সাধারণ মানুষ ভয়ে কথা বলতে পারেনা। উক্ত কবিরাজের অপচিকিৎসার জন্য দুটি টিনসেডের ঘর রয়েছে। যেখানে রুগীদের থাকা খাওয়া সহ ভৌতিক আসন বসিয়ে চিকিৎসা চলিয়ে যেত। সেখানে কবিরাজী ঔষধ সহ ৮/১০ টি লাঠি ও বিভিন্ন উপকরণ পুলিশ উদ্ধার করে । গ্রামের সহজ সরল মানুষের কাছে ভৌতিক অদৃশ্য বাবা সব রোগ ভালো করে দিবে বলে হাজার হাজার টাকা হাতিয়ে নিিচ্ছল।
কবিরাজের স্ত্রী টাকার বিষয়টি স্বীকার করে বলেন, আসন বসিয়ে অদৃশ্য বাবা যে টাকা দাবি করে তাহাই আমরা রুগীর কাছ থেকে গ্রহন করি। তিনি আরো বলেন,ডাঃ যে রোগীকে ফেরত পাঠায় সে রোগীকে অদৃশ্য বাবার হুকুম মতে কন্টাক করে চিকিৎসা করান। ঘটনা স্হলে গিয়ে কবিরাজকে পাওয়া না গেলে মুঠোফোনে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।
মৃতের শশুর আমির সরদার জানান,আমার জামাই দীর্ঘ দিন থেকে ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছিল। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়েছি।ডাক্তারা না করে দিয়েছে। শেষ চিকিৎসা হিসেবে গত চার দিন যাবত ঐ কবিরাজের বাড়িতে থেকে চিকিৎসা নেওয়া হচ্ছিল, কিন্তু শুক্রবার সকাল আনুমানিক ৮ টায় আমার জামাই মারা যান কবিরাজ হেনার অপচিকিৎসালয়ে।

এ বিষয়ে কবিরাজের খাদেম(শাগরেদ) দুলালের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি অসহায় ছিন্ন মুর গরিব মানুষ আগে সেখানে টাকার বিনিময়ে দিনমজুর হিসেবে কাজ করতাম। কিন্তু গত ২মাস থেকে আমাকে টাকা না দিলে আমি আর সেখানে আর কাজ করি না,এখন গাছ ঝুরি গাছ কাটার কাজ করি।

এবিষয়ে বদল গাছী থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন, আমি নিজেই ঘটনা স্থলে গিয়েছিলাম। ঐ কবিরাজের বেশ কিছু কবিরাজি উপকরণ সহ লাশ থানায় আনা হয়েছে। প্রাথমিক সুরতহাল তদন্ত শেষে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা এবং চিকিৎসার অবহেলার কারণে ফৌজদারি কাঃবিঃ আইনে কবিরাজের বিরুদ্ধে মামলা হয়েছে।কবিরাজ পালাতক থাকায় আটক করা সম্ভব হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments