33 C
Bangladesh
Monday, April 29, 2024
spot_imgspot_img
HomeUncategorizedরাজধানীর উত্তরায় ড্রেনেজের উপর স্লাব বসানোর দাবী ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের/ ডিআই ফেলোবৃন্দের

রাজধানীর উত্তরায় ড্রেনেজের উপর স্লাব বসানোর দাবী ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের/ ডিআই ফেলোবৃন্দের

আরিফ হোসাইন, ( নিজস্ব প্রতিবেদক দিয়ে দিতে পারেন)

রাজধানীর উত্তরায় ড্রেনেজের উপর স্লাব বসানোর আবেদন করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই)।

আজ শনিবার(৮ জুলাই) ডিআই ফেলো বিএনপি এবং আওয়ামী লীগের সমন্বিত উদ্যোগে উত্তরার দুর্ভোগ খ্যাত ড্রেনেজের উপর স্লাব বসানোর আবেদন করে।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ফেলো,আওয়ামী নেতা সাইদুর রহমান রাসেল,জাতীয়তাবাদী ছাত্রদলের গণসংযোগ বিষয়ক সম্পাদক ফিরোজ আলম এবং সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক মোসাঃ জান্নাতুল নওরিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর বরাবর এই আবেদন করেন।
আবদেন পত্রে লিখেছেন, অত্র ওয়ার্ডের ১৩ নং সেক্টর কেন্দ্রীয় শিশু পার্ক, সংরক্ষিত নারী পার্ক এবং ১৩ নং সেক্টর কেন্দ্রীয় পার্ক পাশাপাশি রয়েছে। যেখানে অত্র এলাকার শিশু,কিশোর-কিশোরী, তরুণ-তরুণীরা খেলাধুলা, চিত্তবিনোদনের আসেন। বয়োজ্যেষ্ঠ নাগরিকসহ এলাকার মানুষজন সকাল-বিকাল শরীরচর্চা এবং মানুষিক বিকাশের জন্য ব্যবহার করছে। পার্ক সংলগ্ন ১৩ নং সেক্টর জামে মসজিদ রয়েছে যেখানে অত্র এলাকার ধর্মপ্রাণ মুসুল্লিরা জুমআ’র নামায আদায় সহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। পার্কের চারপাশ সংলগ্ন পাকা রাস্তা রয়েছে যেখানে দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন।

অত্র পার্ক এবং রাস্তা সংলগ্ন পানি ও ময়লা চলাচলের জন্য ড্রেন আছে। পার্কের প্রবেশ পথে ড্রেনেজের উপর অল্প একটু যায়গায় স্লাব বসানো থাকলেও অধিকাংশ যায়গায় নেই। সামান্য বৃষ্টিতেই ড্রেনের ময়লা পানি রাস্তার উপরে চলে আসে যা মানুষের চলাচলে বিঘ্ন ঘটায়। ময়লা পানির দুর্গন্ধ মসজিদের মুসুল্লিদের অস্বস্তিতে ফেলে দেয়। যানবাহন, সিএনজি, প্রাইভেট কার, ভ্যান এবং রিক্সা চলাচলের সময় অনেক ক্ষেত্রেই ড্রেনেজের মধ্যে উল্টে পড়ে যায়। শিশু, কিশোর এবং বয়োজ্যেষ্ঠরা হাঁটার সময় পা পিছলে ড্রেনেজের মধ্যে পড়ে যায়। শিশুরা সাইকেল চালানোর সময় ড্রেনেজের মধ্যে পড়ে আহত হয়। অত্র পার্ক সংলগ্ন ভ্রাম্যমান বাজার থেকে এলাকাবাসী নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করার সময়, ড্রেনের ময়লার দুর্গন্ধ তাঁদের অস্বস্তিতে পড়ে। ড্রেনেজগুলো খোলা থাকায় মশামাছি নির্বিঘ্নে বংশবিস্তার করে। ফলে অত্র এলাকায় মশাবাহিত রোগ ছড়িয়ে পড়েছে। ড্রেন সংস্কার করে এর উপর স্লাব না থাকায় এই এলাকার জনদুর্ভোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

উল্লেখ্য, রাজধানী ঢাকার সমস্যা চিহ্নিত করণ এবং সমাধানের জন্য উত্তরার ৫১ নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিবর্গ নিয়ে গত ২৪ মে, ২০২৩ তারিখে ওয়ার্কশপ অন আইডেন্টিফায়িং কমিউনিটি শীর্ষক কর্মশালার আয়োজন করে ।##

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments