33 C
Bangladesh
Saturday, April 27, 2024
spot_imgspot_img
HomeUncategorizedসকল দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হবে (জানিপপ)

সকল দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হবে (জানিপপ)

বশির আহমেদ রুবেল চট্টগ্রাম

রবিবার বিকেলে জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ (জানিপপ)চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটির উদ্যোগে নগরীর সার্কিট হাউস সম্মেলন কক্ষে নির্বাচন পর্যবেক্ষণ ও সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সাথে মতবিনিময় ও ইফতারের আয়োজন করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় কমিটির সমন্বয়কারী মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জানিপপ চেয়ারম্যান প্রফেসর ডঃ আহসান করিমুল্লাহ। সাংবাদিক ও কলামেস্ট এ কে এম আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌর মেয়র মোহাম্মদ মাহবুবুল আলম খোকা,চট্টগ্রাম জেলা পরিষদ আলহাজ্ব আবু আহমদ চৌধুরী জুনু,বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য ব্যারিস্টার এস এম কফিল উদ্দিন, অপরাজেয় বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব এইচ রহমান মিলু, চন্দনাইশ সমিতি চট্টগ্রাম এর সভাপতি আবু তাহের চৌধুরী, চট্টগ্রাম আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট কফিল উদ্দিন, ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব মোহাম্মদ আবদুর রহিম, রাজনীতিবিদ মোহাম্মদ আবু বক্কর, চন্দনাইশ থানা যুবলীগের আহ্বায়ক মো. তৌহিদুল আলম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন আগামীতে সকল দলের অংশগ্রহণে অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন করতে আগ্রহী সরকার। এই উপলক্ষে সবধরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বক্তারা আরো বলেন, নির্বাচন পর্যবেক্ষকদের ভূমিকা অপরিসীম। তারাই খুব নিকটবর্তী থেকে নির্বাচনকালীন নিয়ম অনিয়মসহ সকল ঘটনা প্রত্যক্ষ করতে পারেন। সেই সুবাধে পর্যবেক্ষকরা যাতে কোনভাবে হয়রানির শিকার না হয় সে লক্ষে সকলকে সচেতন হতে হবে এবং পর্যবেক্ষকরা যাতে চাপমুক্ত এবং স্বাধীনভাবে নির্বাচন তদারকি করতে পারেন সেই উপলক্ষে কাজ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments