31 C
Bangladesh
Sunday, April 28, 2024
spot_imgspot_img
HomeUncategorized৪০ হাজার রোজাদার পরিবারের মধ্যে ইফতার ও সেহেরী বিতরণ

৪০ হাজার রোজাদার পরিবারের মধ্যে ইফতার ও সেহেরী বিতরণ

করেছেন সাবেক মেয়র বশির আহাম্মদ রুবেল চট্রগ্রাম প্রায় ৪০ হাজার রোজাদার পরিবারের মাঝে প্রায় ৫ কোটি টাকা মূল্যমানের ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম।চাউল, চিনি, ছোলা, চিড়া, সেমাই, তেল, চাপাতা ইত্যাদি মিলে জনপ্রতি ১৫ কেজি ইফতার ও সেহেরি সামগ্রী চট্টগ্রাম নগরীর ৪১নং ওয়ার্ড, মাইজভা-ার দরবার শরীফ ও মোহছেন আউলিয়া দরবার শরীফ এলাকার আশেকান ভক্ত, বস্তিবাসী, ভিক্ষুক, প্রতিবন্ধী, অস্বচ্ছল আত্মীয়-স্বজন, অফিস, কলকারখানা ৪র্থ শ্রেণির কর্মচারী।আলহাজ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে পবিত্র রমজানের প্রথম দিন থেকে ১০ রমজানের মধ্যে এ সকল সামগ্রী বিতরণ করা হয়। ফাউন্ডেশন ও ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম ও তাঁর সুযোগ্য পুত্র অত্র ট্রাস্টের পরিচালক আলহাজ মোহাম্মদ সরোয়ার আলম ও সাইফুল আলম সশরীরে উপস্থিত থেকে এসব সামগ্রী রোজাদারদের হাতে তুলে দেন। ১২ রমজান, ৪ এপ্রিল ২০২৩ খ্রি. মঙ্গলবার বস্তিবাসীদের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচির সমাপ্ত টানা হয়। সমাপ্তি দিবসে আলহাজ¦ মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক আলহাজ¦ নিজামুল আলম, আলহাজ¦ সরোয়ার আলম, আলহাজ¦ ফারুক আজম, আলহাজ¦ সাইফুল আলম, আলহাজ¦ সাহিদুল আলম সহ বাদশা আলম, নেছার আহমদ ও অন্যরা উপস্থিত ছিলেন। ইফতার বিতরণের শুরুতে মোনাজাত পরিচালনা করেন হযরত তৈয়ব শাহ (রা.) জামে মসজিদের ইমাম আলহাজ¦ মাওলানা আবদুল মান্নান। রোজাদারদের মাঝে ইফতারি বিতরণের সমাপ্তি টেনে সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম কাল কেয়ামত পর্যন্ত এ কর্মসূচি জারি রাখার জন্য আল্লাহর রহমত কামনা করে বলেন, আল্লাহর সন্তুষ্টি ও গরীবের হক আদায় করাই আমাদের লক্ষ্য। তিনি বলেন, তাদের সকল সেবা মানবতার কল্যাণে নিবেদিত। সেবাকে তিনি উত্তম কাজ কাজ বলে মনে করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments